বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০১:১৩:২১

‘শাহাদাত ও লিটনের বিচার দ্রুত শেষ করুন’

‘শাহাদাত ও লিটনের বিচার দ্রুত শেষ করুন’

ঢাকা : শিশু গৃহকর্মীকে নির্যাতনে অভিযুক্ত জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব এবং শিশুকে গুলি করে আহত করার অভিযুক্ত গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিচার প্রক্রিয়ার কাজ দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

তিনি বলেন, ‘শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের দায়ে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব এবং গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন কর্তৃক শিশু নির্যাতনের বিচারের কাজ শুরু হয়েছে। আমি প্রত্যাশা করছি, সরকার খুব শিগগিরই এই দু’টি বিচার কাজ শেষ করবে।’

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সুলতানা কামাল বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্য দিবালোকে শিশুকে পায়ে গুলি করার পর আমাদের প্রশ্ন জাগে, তিনি এ পর্যায়ে কীভাবে এলেন। আর কারাই বা তাকে সহযোগিতা করছে। আমরা সহজ ভাষায় বলতে চাই, লিটনকে আমরা আর সংসদ পদে দেখতে চাই না। তার দ্রুত বিচার চাই।’

একই অনুষ্ঠানে লিখিত বক্তব্য সেভ দ্যা চিল্ডেনের পরিচালক শামসুল আলম বকুল বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাই, সকল কূটনৈতিক প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করে রাজন হত্যার অন্যতম আসামী কামরুলকে দেশে ফিরিয়ে আনা হোক। এবং তার বিচার করা হোক।’
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ উপদেষ্টা সৈয়দ মাতলুবুর রশীদ, সহকারী পরিচালক গীতা চক্রবর্তী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে