বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ১১:৩২:৩৬

৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’নামের ৩১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। -বাসস।
২০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে