শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩২:০১

চুপ থাকায় ঢাবির ওয়েবসাইট হ্যাকড

চুপ থাকায় ঢাবির ওয়েবসাইট হ্যাকড

ঢাকা : এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবসাইট হ্যাক করলো ‘সাইবার-৭১’ নামে একটি হ্যাকার গ্রুপ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এটা হ্যাক করেছে বলে দাবি করা হয়েছে।   

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিতে ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপ নিয়ে ‘চুপ’ কেন— এই প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, প্রচ্ছদে নিজেদের নোটিশ টাঙিয়ে দিয়েছে হ্যাকাররা। ওপরে লেখা হয়েছে- ‘হ্যাকড বাই সাইবার ৭১’।

নোটিশে হ্যাকাররা লিখেছে, ‘৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষাখাতকে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেন?’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওয়েব মাস্টার মোসতাক আহমদ বলেন, ‘আমরা ওয়েবসাইট ঠিক করার চেষ্টা করছি।’

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করে সরকার। এরপর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে বৃহস্পতিবার সকাল থেকে তারা বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ শুরু করে। এতে যানজটে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে।

বুধবারের সংঘর্ষের প্রসঙ্গে টেনে হ্যাকারদের বার্তায় বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ।’

নোটিশ শেষ হয়েছে হ্যাশট্যাগসহ ‘নো ভ্যাট অন এডুকেশন’ লেখার মধ্য দিয়ে। ‘নো ভ্যাট অন এডুকেশন’ স্লোগানকে উপজীব্য করেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চলমান এই আন্দোলন গড়ে উঠেছে।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে