বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০২:১৯:০৫

দেশের ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে

দেশের ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে

নিউজ ডেস্ক : দেশের ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে। আগামীকাল ২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে।

ওই সময়ে বিটিসিএলের গ্রাহকবৃন্দের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থাদি গৃহীত হয়েছে।
বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সূত্র : বাসস
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে