বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৪:৫১:৫০

‘বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি শহরমুখী হচ্ছে’

‘বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি শহরমুখী হচ্ছে’

নিউজ ডেস্ক : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পুরুষের তুলনায় নারীরা বেশি শহরমুখী হচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে শহরমুখী এই প্রবণতা মূলত দেশের দুই বড় শহরকে কেন্দ্র করে। তাহল ঢাকা ও চট্টগ্রাম।

রাজধানীতে বুধবার এক সেমিনারে ‘আর্বানাইজেশন অ্যান্ড মাইগ্রেশন ইন বাংলাদেশ’ শিরোনামের ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নজর দেওয়ার আহ্বান জানায় ইউএনএফপিএ।

সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি আর্হেন্তিনা মাতাবেল পিচথিন বলেন, “নারী ও তরুণীদের নতুন সুযোগ-সুবিধা দিতে না পারার পরে এই (শহরমুখী) ধারা নতুন অনেক চ্যালেঞ্জ সঙ্গে নিয়ে এসেছে, যাতে নগর প্রশাসক, নীতি-নির্ধারকসহ কর্মজীবীদের নজর দিতে হবে।”

গবেষণা প্রতিবেদনে বলা হয়, শহরমুখী নারীদের মধ্যে ১০ থেকে ২৯ বছর বয়সী বালিকা ও তরুণীদের সংখ্যাই বেশি দেখা গেছে। ঢাকা শহরমুখী ১০০ জন পুরুষের বিপরীতে শহরমুখী নারীর সংখ্যা ১৬৭ জন; অন্যদিকে চট্টগ্রামে ১০০ জন পুরুষের বিপরীতে শহরমুখী নারী ১৬৬ জন।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চিরাচরিত পুরুষাধিপত্যবাদী গ্রামের সমাজের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এটি ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ বলেও এসময় মন্তব্য করেছেন সংশ্লিষ্ট গবেষকরা।

তারা বলছেন, অল্প বয়সী নারীদের জন্য তৈরি পোশাক খাতে কর্মসংস্থানের সুযোগ তাদের এই শহরমুখীতা বাড়ার পেছনে একটি বড় কারণ বলে ধরা যায়। খ্যাতনামা জনসংখ্যাতাত্ত্বিক ডেমোগ্রাফকি ইমপ্যাক্ট স্টাডি (ডিআইএস) এর প্রধান সম্পাদক অধ্যাপক গেভিন জোনসের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এই গবেষণা কার্যক্রম চালায় বাংলাদেশে।

গবেষক দলের বাকি দুই সদস্যের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এ কিউ এম মাহবুব এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. ইজাজুল হক।

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে