নিউজ ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগে ২০তম কাউন্সিলে আমন্ত্রণ জানানোর জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করে। আমন্ত্রণ পেয়েছি, সিদ্ধান্ত নেবো কিভাবে অংশ নেব।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনে উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আমাদেরকে ( বিএনপি) আমন্ত্রণ জানানোয় তাদের ধন্যবাদ জানাই। আমরা খুশি হতাম যদি তারাও বিএনপির কাউন্সিলে আসতেন। দুঃখজনক হলে সত্য তারা আসেনি উল্টো বিভিন্নভাবে বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
এ সময় তিনি আরও বলেন, দুঃখজনকভাবে আওয়ামী লীগ রাজনীতির মূল সংকটাই ধরতে পারছেন না। মূল সংকট নির্বাচন প্রক্রিয়া। যে পদ্ধতিতে নির্বাচন নিয়ে আসছেন, এভাবে কোনো দিনই জনগণের সঠিক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে না। সেটা কখনো জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।
যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ প্রমুখ।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি