নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর আস্থাভাজন সহযোদ্ধা ও বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ঢাকায় ফিরেছেন। বুধবার রাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাতে গণভবনে যান তিনি। সেখানে প্রায় দেড় ঘণ্টার মতো সময় কাটান সোহেল তাজ। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবারও গ্রহণ করেন। এর আগে বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গেও দেখা করেন সোহেল তাজ।
এর আগে সৈয়দ আশরাফুল ইসলামের বাড়িতে আকস্মিকভাবে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজকে। বৃহস্পতিবার দুপুরে ২১, বেইলি রোডের সৈয়দ আশরাফের সরকারি বাড়িতে বৃহস্পতিবার ঢুকতে দেখা গেছে সোহলে তাজকে। তিনি কয়েক ঘণ্টা সেখানে ছিলেন।
সোহেল তাজ বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যায় সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর বাড়ি গণভবনে যান। প্রায় পৌনে এক ঘণ্টা পর তিনি বেরিয়ে নিজের বাসায় ফেরেন বলে তার ঘনিষ্ঠরা জানান।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের সঙ্গে কী নিয়ে আলোচনা করেছিলেন, তা জানা যায়নি।
সংসদ সদস্য সোহেল তাজকে ২০০৯ সালের সরকারে প্রতিমন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। তবে কিছু দিন পর তিনি পদত্যাগ করেন। গাজীপুরে তার আসনে এখন সংসদ সদস্য তার বোন সিমিন হোসেন রিমি।
আগামী শনিবার থেকে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল শুরু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগের এই সম্মেলন ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন সোহলে তাজ। এই সম্মেলনের মাধ্যমে আবার কি সক্রিয় হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ? তিনি কি স্থান পাচ্ছেন ক্ষমতাসীন দলের নির্বাহী কমিটিতে।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি