নিউজ ডেস্ক : আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সোহরাওয়ারর্দী উদ্যান এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে যথাক্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভারতের অতিথিদের মধ্যে রয়েছেন, বিজেপির ভাইস প্রেসিডেন্ট ড. বিনয় প্রভাকর শাহাস্রবুদ্ধে, এমপি রূপা গাঙ্গুলী, রাজ্য সভার বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদ, রাজ্য সভার সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য, এমপি মৌসুম নুর, এমপি অভিজিত মুখার্জি, কমিউনিস্ট পার্টির নেতা বিমান বসু, তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় (শিক্ষামন্ত্রী), সুকান্ত আচার্জ, রাজ্য সভার সাবেক এমপি দেবব্রত বিশ্বাস, ত্রিপুরা বিজেপির রাষ্ট্রপতি বিপ্লব কর দেব, নিতি দেব, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সবুর তফাদার, আসাম গণপরিষদের শ্রী প্রফুল্ল কুমার মহাত্ম (সাবেক প্রধানমন্ত্রী), জেজি মহাত্ম, এমপি ধুবযয়তি শর্মা, মণিপুর পিপলস পার্টির রাষ্ট্রপতি নংমেইকাফাম শোভাকিরণ সিং, সাধারণ সম্পাদক কোন্তুজম কৃষ্ণচন্দ্র সিং, সাধারণ সম্পাদক মাচং সৈবম, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এমপি অ্যাড. মজিদ মেমন, মিজোরাম ন্যাশনাল ফ্রন্টের জোরামথঙ্গ (সাবেক প্রধানমন্ত্রী), ভাইস প্রেসিডেন্ট লাথংলিয়ানা, উপদেষ্টা রোসাংজুয়ালা।
ব্রিটেনের থাকছেন, ওয়েলস গভনর্মেন্টের কার্ডিফ সেন্টারের এএম জেনি র্যাথবোন, সিটি অব কার্ডিফ কাউন্সিলের কাউন্সিলর ফর ল্যান্ডাফ নর্থ দিলওয়ার আলি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের স্টেট ম্বোর অব পার্লামেন্ট হাগ ম্যাকডেরমট, ব্লাকটাউন সিটি কাউন্সিলের লেবার পার্টির নেতা মানিনদারজিত সিং।
ইতালির আছেন, ডেমোক্র্যাটিক পার্টির এমপি উগো পাপি, এমপি খালিদ চওকি।
নেপালের অতিথিদের মধ্যে আছেন, তথ্য ও যোগাযোগমন্ত্রী দিনা নাথ ডুঙ্গিল, সাবেক শ্রম ও মানব সম্পদমন্ত্রী ড. দর্জি ওয়াংরি, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (কমিউনিস্ট পার্টি), রাধিকামস শাকিয়া, এমপি রাজন ভাটারি, নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রাম শর্মা মহত
অস্ট্রেলিয়ার অতিথিদের মধ্যে রয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমপি ফাচ এর্নস্ট গ্যাফ্ট।
রাশিয়ার অতিথির মধ্যে রয়েছেন, এমপি সার্গেই ঝেলেঝনিয়াক, উপদেষ্টা ভ্যালেরিয়া গোরোকোভা, এমপি আলেক্সাজান্ডার পোতাপোভ।
শ্রীলঙ্কার আছেন, ইউনাইটেড ন্যাশনাল পার্টির এমপি এ এইচ মো. হাশিম, রাহামাথুল মালিক পতিম, এমপি শান্তি শ্রীকান্দারাসা, শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির এমপি জগত পুষ্পকুমারা
কানাডার আছেন, এমপি দিপক ওভেরয়।
আর চীনের আছেন, উপমন্ত্রী ঝেং জিয়াসং (কমিউনিস্ট পার্টি অব চায়না), মহাপরিচালক জুয়ান ঝিবিন, উপ-পরিচালক জিয়া পেং ডি, উপ-পরিচালক চাও ঝিগ্যাং, গাও মিন। -বাংলা ট্রিবিউন।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম