নিউজ ডেস্ক: মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জোট সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তেমন কিছুই করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতি আমরাই করেছি।
গতকাল (বৃহস্পতিবার) বিকালে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে এক কর্মশালায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মানসম্মত মাধ্যমিক শিক্ষা বিষয়ক এই কর্মশালায় নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা ও স্কুল শিক্ষাকে সমমানে উন্নিত করেছে। জ্ঞান বিজ্ঞান শিক্ষাসহ কোনো দিক থেকেই তারা এখন পিছিয়ে নেই। দেশের মাদ্রাসাগুলোতে অনার্স কোর্চ চালু করা হয়েছে। স্কুল এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা ও সম্মানে সমতা আনা হয়েছে।’
মাদ্রাসায় এখন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাসহ সব ধরনের শিক্ষা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আলেমদের দাবি ছিল একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের। ইতোমধ্যে সংসদে আইন ও বাজেট পাস করে তার কার্যক্রম শুরু হয়েছে। নতুন ভিসি নিয়োগ করে ডিগ্রি, কামিল ও ফাজিল মাদ্রাসা নতুন ইসলামিক অ্যারাবিক বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হচ্ছে।’
জোট সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায় তারা ইসলামি শিক্ষার জন্য কী করেছে? আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তাদের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি দেখতে পাইনি। কিন্তু আমরা মাদ্রাসাগুলোতে বহুতল ভবনসহ অবকাঠামোগত সব ধরনের উন্নয়ন করছি।’
কর্মশালার সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। এতে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. আবু ছাইদ শেখ প্রমুখ।
২১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর