শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ১২:১৭:৫৯

সম্মেলন পরিদর্শন করতে পারেন সোহেল তাজ

সম্মেলন পরিদর্শন করতে পারেন সোহেল তাজ

নিউজ ডেস্ক : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনস্থল পরিদর্শনে যেতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এমনটাই জানিয়েছেন সোহেল তাজের ঘনিষ্ঠজনেরা।

তারা জানান, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ পরিদর্শন করতে পারেন সোহেল তাজ। শুক্রবার সকালের দিকে তিনি সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারেন।

এ দিকে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।

অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, তানজিম আহমেদ সোহেল তাজ গাজিপুরের কাপাসিয়া থেকে আওয়ামী লীগের কাউন্সিলর হয়েছেন।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে