নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদিনের (২২-২৩ অক্টোবর) সম্মেলনে গঠিত হবে আগামী নেতৃত্ব।
এই সম্মেলন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকেও বেশ তৎপর দলটি।
সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে ‘20th National Conference, Bangladesh Awami League’ নামে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। যা ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেইজে জানানো হয়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিদের সুবিধার্থে এই দুই দিনের সম্মেলন সরাসরি দেখা যাবে ফেসবুকে। এছাড়া আওয়ামী লীগের ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে সম্মেলন।
সম্মেলন সরাসরি দেখার ফেসবুক পেইজ (www.facebook.com/awamileague) এবং
ওয়েবসাইট (albd.org/index.php/en/home)।
উল্লেখ্য, সম্মেলন সফল করতে ইতোমধে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সাজানো হয়েছে পুরো ঢাকা। সম্মেলনে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিদায়ী কমিটির কারা নতুন কমিটিতে থাকছেন, কাদের পদোন্নতি হচ্ছে, নতুন কে কে আসছেন-এসব নিয়ে চলছে নানা আলোচনা।-বাংলা ট্রিবিউন
২১ অক্টোবর,ম২০১৬/এমটিনিউজ২৪/এআর