ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শুক্রবার ১৩ জনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত। এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
প্রক্টর আমজাদ আলী জানান, পরীক্ষার সময় তারা মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেছিলো।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের ৮৭টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার হলে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ ছিল নিষিদ্ধ।
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি