শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০১:১১:৪০

সৈয়দ আশরাফের এক বক্তব্যে পাল্টে যাচ্ছে দৃশ্যপট

সৈয়দ আশরাফের এক বক্তব্যে পাল্টে যাচ্ছে দৃশ্যপট

বিশেষ প্রতিনিধি : ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন দলটির সাধারণ সম্পাদকের পদ। কে হচ্ছেন শেখ হাসিনা রানিংমেট? নতুন কেউ নাকি সৈয়দ আশরাফুল ইসলাম-ই স্বপদে বহাল থাকছেন। জল্পনা-কল্পনার যেন শেষ নেই। যত সময় ঘনিয়ে আসছে ততই উত্তেজনায় রূপ নিয়েছে।

এ উত্তেজেনা অন্য মাত্রা নিয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস‌্য ওবায়দুল কাদেরের সাধারণ সম্পাদকের পদে আসার সম্ভবনা নিয়ে। তবে দলের সাধারণ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের শুক্রবার সন্ধ্যায় এক বক্তব্যে যেন সকল দৃশ্যপট পাল্টে যাচ্ছে।

শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এক ডিনার পার্টিতে অংশ নিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি আর প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানে না নতুন চমক কী থাকছে। কী হবে, না হবে সেটা নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জানে আর আমি জানি।’

সৈয়দ আশরাফের এই বক্তব্যে দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে। দেশের গণমাধ্যমও তার এই বক্তব্যকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এবার সাধারণ সম্পাদকের পদ নিয়ে আসলে ভেতরে কী হচ্ছে? কেবল দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকই যদি চমক সম্পর্কে জানেন, তাহলে স্বনামে আরেক নেতা কেনই বা এতো ঢাক-ঢোল পেটাচ্ছে? এমন নানা হিসাব নিয়ে জল্পনা-কল্পনায় দলের নেতাকর্মীরা।   

গত দুদিন ওবায়দুল কাদেরের নামটি সবার সামনে আসে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ওবায়দুল কাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে তার সমর্থকরা এমন সংবাদ ছড়িয়ে দেয়। গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে কাদেরের পক্ষে অনেকে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে এ নিয়ে ওবায়দুল কাদের নিজেও বক্তব্য দেন 'এখনই কিছু বলতে চাই না। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে।'

কিন্তু শুক্রবার সন্ধ্যার পরেই যেন নাটকের দৃশ্যপট পাল্টে যায়। ‘চমক’ নিয়ে সৈয়দ আশরাফের দেওয়া বক্তব্য হিসাবের মাফকাঠিতে স্থিরতা এনে দেয়। অন্তত দলের নেতাকর্মীরা তাই মনে করছেন।

২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে