শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০২:১০:০১

নতুন করে আলোচনায় সোহেল তাজ

নতুন করে আলোচনায় সোহেল তাজ

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ : সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য দল পাবে নতুন নেতৃত্ব। তবে সম্মেলনকে ঘিরে নানা আলোচনার মধ্যে যুক্ত হয়েছেন তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাস, নতুন করে কাউন্সিলর হওয়া, সৈয়দ আশরাফের সঙ্গে একান্ত বৈঠক, সম্মেলনস্থল পরিদর্শনসহ নানা কারণে এখন সোহেল তাজকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসলে কি রাজনীতিতে ফিরছেন, নাকি অন্য কিছু। অভিমান ভেঙে আওয়ামী লীগে সক্রিয় হচ্ছেন সোহেল তাজ এমন আলোচনাই এখন সর্বত্র। এদিকে সোহেল তাজের ঘনিষ্ঠরা জানায়, আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতেই যুক্তরাষ্ট্র থেকে বুধবার ঢাকায় আসেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ পাচ্ছেন বলেও গুঞ্জন শুরু হয়েছে। আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে এমনটাই জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের একদিন আগে দলের শীর্ষ নেতার বাসায় সোহেল তাজের এমন উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অধিকাংশই মনে করছেন, সোহেল তাজের হঠাৎ এমন আগমন অভিমান ভেঙে রাজনীতিতে ফেরারই ইঙ্গিত। এর আগে গত ২৩ জানুয়ারি রাতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে হঠাৎ উপস্থিত হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ। এ সময় আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন। দুই বোন সিমিন হোসেন রিমি এমপি ও মাহজাবিন আহমেদ মিমিও তার সঙ্গে ছিলেন।

সোহেল তাজ চারদলীয় জোট সরকার আমলে রাজপথে আন্দোলনে সক্রিয় থেকে অনেকের নজর কাড়েন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিপুলভাবে বিজয় অর্জন করেন। সেসময় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। বিডি প্রতিদিন

২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে