শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ১১:১৩:৩৪

আওয়ামী লীগের সম্মেলনে তাসকিন-মোস্তাফিজ

আওয়ামী লীগের সম্মেলনে তাসকিন-মোস্তাফিজ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা বোলার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তারা সম্মেলস্থলে ঢোকেন। এসময় প্রিয় দুই তারকাকে দেখে সম্মেলনে আসা অনেক নেতাকর্মী দাঁড়িয়ে যান। এই দুই তারকা মঞ্চের সামনের অতিথির আসনে বসেন।

সফররত ইংল্যান্ড দলের সঙ্গে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। হাতে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন ধরেই দলের বাহিরে আছেন ক্রিকেট বিশ্বে বিস্ময় জাগানো বোলার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলোয়াড় হলেও টেস্ট দলে এখনো অভিষেক হয়নি তাসকিন আহমেদের। এ কারণে এই দুই ক্রিকেটার অবসর সময় কাটাচ্ছেন। দুজনই আমন্ত্রণপত্র দেয়ায় তারা আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগ দেন।

সকাল ১০টায় দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা ছাড়াও ৫৫ জন বিদেশি যোগ দিয়েছেন।
২২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে