ঢাকা : তিন দিনের সফরে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা ঢাকায় আসছেন আজ শুক্রবার। নভেম্বরে মাল্টায় ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিতব্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আসন্ন বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ ও সার্বিক অবহিত করার লক্ষ্যে তার এ সফর বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, কমনওয়েলথ মহাসচিব আজ রাতে ঢাকায় পৌঁছাবেন। সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের এজেন্ডা সম্পর্কে অবহিত করবেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার কমনওয়েলথ মহাসচিবের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী নৈশভোজের আয়োজন করছেন।
কমলেশ শর্মা ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগ করবেন। ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা ২০০৮ সালের ১ এপ্রিল থেকে কনওয়েলথ মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ