শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০১:৫৮:১৯

সম্মেলনে আসা বিজেপি নেতা বাংলাদেশ নিয়ে যা বললেন

সম্মেলনে আসা বিজেপি নেতা বাংলাদেশ নিয়ে যা বললেন

নিউজ ডেস্ক : বিজেপির ভাইস প্রেসিডেন্ট ড. বি প্রভাকর শাহাস্রবুদ্ধে বলেছেন, 'আমি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহর পক্ষ থেকে আপনাদের এই ২০তমসম্মেলনে এসছি। বিজেপি সভাপতি শুভেচ্ছা জানিয়েছেন।’তিনি বলেন, ‘সবগুলো প্রতিবেশি দেশেরসঙ্গে ভারতেরসুসম্পর্ক রয়েছে।তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাবিশেষ।'

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের শুভেচ্ছা বক্তব্যে এসব বলেন বিনয় প্রভাকর। তিনি বলেন, '১৯৭১ সালে যখন আপনারা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হোন, তখন আমি অষ্টম শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধুর ওপর বহু উৎসাহমূলক লেখা আমি পড়েছি। সেসব লেখাআমাকে উজ্জীবিত করত,উৎসাহদিত। আমার স্কুলের শিক্ষক আমাকেলেখাগুলো সংগ্রহে রাখতে বলেছিল।বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্থপতি নন। তিনিবিশ্বমানবতার নেতা।'

দুই দেশের মধ্যকার বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশেরসঙ্গে বৃহৎ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সীমানা দুই দেশকে পৃথক করলেও অনেক ক্ষেত্রে আমরা এক ও অবিচ্ছিন্ন। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা একসঙ্গে কাজ করে যাবো।'

বাংলাদেশে সন্ত্রাসবাদের জায়গা হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাযে ঘোষণা দিয়েছেন, তার প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলবে।’প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি সত্যিকারের জননেত্রী। আপনি শুধু বাংলাদেশের জননেত্রী নন, উপমহাদেশের জননেত্রী।' এসময় তিনি আওয়ামী লীগের ২০তম সম্মেলনের সফলতা কামনা করেন।

কংগ্রেস নেতা ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করেছেন।তার এ পদক্ষেপ দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে।' আওয়ামী লীগেরসঙ্গে কংগ্রেসেরসম্পর্ক পুরনো ও দৃঢ় উল্লেখ করে তিনি বলেন, 'ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে এই সম্পর্কের ভিত্তি রচনা হয়। বিভিন্ন কূটনীতিক জটিলতা থাকার পরও মুক্তিযুদ্ধের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক কোটি শরণার্থীকে আশ্রয় দেন। তিনি বাংলাদেশকে পাকিস্তানের দখলমুক্ত রাখতে ভূমিকা রেখেছেন।'

সম্মেলনেরসফলতা কামনা করে তিনি বলেন, 'দুই দেশের এই দুইদল (আওয়ামী লীগ ও কংগ্রেস)বিভিন্ন চ্যালেঞ্জমোকাবিলায় ভূমিকা রেখেছে। দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।'

এদিন সম্মেলনে এই দু'জন ছাড়াও অন্যান্য বিদেশি অতিথি বক্তব্য রাখেন।
২২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে