শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০২:৩৩:০৫

তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগকে ধরে রেখেছে: শেখ হাসিনা

তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগকে ধরে রেখেছে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে এগিয়ে নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারাই দলকে ধরে রেখেছেন। কত মানুষ আঘাত পেয়েছেন, পঙ্গু হয়েছেন, দল করতে গিয়ে ত্যাগ স্বীকার করেছেন। তাদের অবদান অনেক।

শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সভাপতির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।
 
তিনি আরো বলেন, পঁচাত্তরে পরিবারের ১৮ সদস্যকে হারিয়েছিলাম। বঙ্গবন্ধুকে ৩ বছর না পেরোতেই হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে যারা বাঁচাতে এসেছিলেন তাদেরও হত্যা করা হয়। আজ আমার এ বেঁচে থাকা অনেক কষ্টের, অনেক দুঃখের।

বাংলাদেশের মাটি, এই ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে বা প্রতিবেশি কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য ব্যবহার করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
২২ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে