শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৫:৪৬:০০

জয় তুমি দাঁড়াও, তোমাকেই নেতৃত্ব দিতে হবে : আশরাফ

জয় তুমি দাঁড়াও, তোমাকেই নেতৃত্ব দিতে হবে : আশরাফ

ঢাকা : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে আওয়ায়ী লীগের কেন্দ্রীয় কমিটিতে দেখতে চায় দলটির তৃণমূলের নেতারা।

শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী কাউন্সিলররা তাদের বক্তব্যে এ কথা জানান।

দ্বিতীয় অধিবেশনে আটটি বিভাগীয় পর্যায় থেকে আট জন প্রতিনিধি বক্তব্য দেন। তারা বলেন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার। তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, একজন তথ্য প্রযুক্তিবিদ। আগামী দিনে দেশের নেতৃত্বে আমরা তাকে দেখতে চাই।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘জয় তুমি দাঁড়াও। তোমাকে কাউন্সিলররা দেখতে চায়। আগামী দিনের বাংলাদেশে তোমাকেই নেতৃত্ব দিতে হবে। ধারাবাহিকতায় দেশ পরিচালনার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমরা এক সময় চলে যাব।’

এ সময় আরো বক্তব্য দেন, কাউন্সিলর প্রতিনিধি মমতাজ উদ্দিন, শফিকুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ।

২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে