শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৬:২১:২৪

যে কারণে আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি

যে কারণে আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি

নিউজ ডেস্ক : আমন্ত্রণ পেলেও শেষপর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে যোগ দিলো না বিএনপি। যদিও আগের দিন গভীর রাত পর্যন্ত সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক মনোভাব ছিল।

এমনকি শোনা যাচ্ছে, সরকারী দলের সম্মেলনে যোগ দেয়ার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের পাঁচ সদ্যসের একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্তও নেয়া হয়েছিল।

তবে শনিবার সকালে দলের নীতি নির্ধারক পর্যায় থেকে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে খবর। গত মার্চে অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে সরকারের বিরূপ আচরণ ও আওয়ামী লীগের কোনো প্রতিনিধি যোগ না দেওয়া এবং ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ না থাকায় শেষপর্যন্ত এতে যোগ দেওয়া থেকে বিরত থাকলো বিএনপি। দলের স্থায়ী কমিটি একসদস্য নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান।

দলটির একাধিক সূত্র জানায়, গত মার্চ মাসে বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাতে অংশগ্রহণ করেনি। সুতরাং রাজনীতিতে সৌহার্দপূর্ণ সংস্কৃতি আওয়ামী লীগ নষ্ট করেছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া ঠিক হবে না বলে দলটির কয়েকজন সিনিয়র নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দেন।

এরই পরিপ্রেক্ষিতে সরকারী দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান খালেদা জিয়া।

২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে