নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের ঢাকা দক্ষিণ থেকে শেখ রেহানাকে কাউন্সিলর করা হলেও তিনি সম্মেলনের প্রথম দিন অংশ নিতে পারেননি। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে যোগ না দিলেও দ্বিতীয় অধিবেশনে যোগ দেন তথ্য-প্রযু্ক্তি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। বেলা ৩টা ৫০ মিনিটে সম্মেলনের মঞ্চে ওঠেন জয়। জয় এবারই প্রথম দলের কাউন্সিলর হয়েছেন। রংপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি