নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনকে ঘিরে দলটির সাবেক এমপি গোলাম মাওলা রনি ফেসবুকে মন্তব্য করেছেন। তিনি সম্মেলনকে ঘিরে তৈরি হওয়া কে হচ্ছে সাধারণ সম্পাদক বিষয়ে মন্তব্য করেন।
ইতিমধ্যেই সারাদেশে তৈরি হয়েছে বিষয়টা আলোচনা। দলের বাহিরে ও ভেতরে চলতে নানা হিসাব-নিকাশ। কেউ কেউ ইতিমধ্য ওবাইদুল কাদেরকেই পরবর্তি সাধারণ সম্পাদক হিসেবে ধরে নিয়েছে।
তবে গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে লেখেন, জনাব ওবায়দুল কাদের সাহেবের ভাগ্যে কি আছে জানিনা! নেত্রীর চোখ-মুখ এবং তাকানোর ভঙ্গি সুবিধার মনে হলো না!
রনি আরো ওই পোস্টে আরো বলেন, অন্যদিকে, সৈয়দ আশরাফের হাসিখুশি মুখ এবং ওবায়দুল কাদেরের গোমরামুখ কিসের ইঙ্গিত বহন করে তাও আমি জানিনা!
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি