শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২২:০১

প্রক্রিয়া সহজ হচ্ছে, এখনই সিম নিবন্ধন করতে হচ্ছে না

প্রক্রিয়া সহজ হচ্ছে, এখনই সিম নিবন্ধন করতে হচ্ছে না

ঢাকা : জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ আগামী রোববার মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে বসে মোবাইল সিমের ব্যাপারে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে বলে জানা গেছে। এর ফলে গ্রাহকদের এখনই সিম নিবন্ধন করতে হচ্ছে না।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘প্রথম পর্যায়ে গ্রাহকদের সংশ্লিষ্ট করছি না। বাল্ক ভেরিফিকেশনে যাচ্ছি। অপারেটরগুলোর তথ্য এনআইডি কর্তৃপক্ষ মিলিয়ে কোন সিম সঠিকভাবে নিবন্ধিত এবং কোনটি সঠিকভাবে নয়, তা মন্ত্রণালয় ও বিটিআরসিকে জানাবে। একটি এনআইডির তথ্য গ্রাহককে এসএমএস করে জানানো হবে। গ্রাহক রেসপন্স করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, রেসপন্স না এলে তা বন্ধ করে দেওয়া হবে এবং তারা চাইলে আবারও সঠিকভাবে নিবন্ধন করে চালু করতে পারবেন।

এর আগে রোববার থেকে সিম নিবন্ধন শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে