নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী এত বেশি প্রশংসা করতে থাকেন যে স্বয়ং শেখ হাসিনা তাকে বলতে বাধ্য হন, ‘এত তেল দিয়েন না।’
আজ রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা বক্তব্য দিতে শুরু করেন। আর সেখানে উপস্থিত ছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল সাড়ে ৯টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা তাঁকে বক্তব্যে সভাপতির পদে শেখ হাসিনাকেই আজীবন থেকে যাওয়ার জোর দাবি জানান প্রায় সব কাউন্সিলর।
একইসঙ্গে দলের নতুন কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের উত্তরসূরী ও ৩য় প্রজন্মের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার জোর দাবি জানান কাউন্সিলররা।
এ সময় র লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী এত বেশি প্রশংসা করতে থাকেন যে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজেই বলে ওঠেন 'এতো তেল দিয়েন না।' এরপরে ধারাবাহিক ভাবে অন্য জেলার সভাপতি ও সম্পাদকেরা বক্তব্য দেন।
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর