নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কেন সাধারণ সম্পাদক পদ ছাড়লেন? নতুন সাধারণ সম্পাদক নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে সৈয়দ আশরাফ শুধু বলেন, ‘সময় হলে এ বিষয়ে পরে কথা বলব।’
অন্যদিকে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।
মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি তিনি ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পূর্বনির্ধারিতি সংবাদ সম্মেলন যোগ দেয়ার উদ্দেশে রওনা হন।
এদিকে সৈয়দ আশরাফ আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্য যাচ্ছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।
সৈয়দ আশরাফের লন্ডন প্রবাসী স্ত্রী অসুস্থ। তাকে দেখতে যাবেন তিনি।
উল্লেখ্য, গতকাল রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। তিনি সৈয়দ আশরাফের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। এই সম্মেলনেই সৈয়দ আশরাফ দলের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। তিনি সরকারের জনপ্রসাশন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম