সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৫:১৯:৪১

এবার কলেজছাত্রকে গলাকেটে হত্যা

এবার কলেজছাত্রকে গলাকেটে হত্যা

স্পোর্টস ডেস্ক: এবার আল-আমিন (১৮) নামে এক কলেজছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। টাঙ্গাইল ঘটনাটি ঘটেছে জেলার  কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায়।  ঘটনায় চান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী কলেজের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই কলেজের ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র। তিনি কালিহাতী উপজেলার খালোয়াবাড়ি এলাকার আব্দুল আলীর ছেলে।

জানা গেছে, চান মিয়া নিহত আল আমিনের ঘনিষ্ট ছিল ।চান মিয়া ও তার ৩ বন্ধু মিলে আল আমিনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চান মিয়াকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান  বলেন, নিহত ওই ছাত্রের সঙ্গে একই উপজেলার জোয়াইর এলাকার জহির উদ্দিনের ছেলে চান মিয়ার ঘনিষ্ট সম্পর্ক ছিল। হত্যা করে পালিয়ে এলাকাবাসী চান মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এ ব্যাপারে কালিহাতী থানার হত্যা মামলার প্রক্রিয়া চলছে।তবে কি কারণে আল আমিনকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তিনি কোনও কিছুই জানাতে পারেন নি।
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে