নিউজ ডেস্ক: মেডিকেলে ভর্তির টাকা হাতে পেয়ে দারুণ অনুভূতি প্রকাশ করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান রাসেল মাহমুদ।
রোববার বেলা সাড়ে ১১টায় রাসেলের বিকাশ নম্বরে কামাল উদ্দিন নামে এক সাংবাদিক ভর্তির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানোর পর সে দারুণ খুশী হয় রাসেল।
টাকা পাওয়ার পর তিনি বলেন, টাকার অভাবে মেডিকেল ভর্তি হতে পারবো না এটি ভাবতেই কষ্টে বুক ভেঙে আসছিল। যাহোক আল্লাহরই এই দুনিয়ায় অসংখ্য ভালো মানুষ আছেন। আর তাদের কারণেই হয়তো আমার মতো রাসেলরা নিভতে নিভতে জ্বলে উঠছে। স্যালুট ওই সকল মানুষকে যারা নিভু নিভু প্রদীপটিকে রক্ষা করছে।
রাসেল বলেন, কামাল ভাই শুধু টাকা দেননি, দিয়েছেন মানবতার শিক্ষাও। দোয়া করবেন আমি যেন এসব মানুষের ঋণ শোধ করার সুযোগ পাই। কথা দিচ্ছি জীবনে সফল হয়ে ফিরলে একইভাবে আমার মতো দরিদ্র মেডিকেল ছাত্রদের পাশে দাঁড়াবো।
রাসেল আরো বলেন, আমার এলাকাটি দেশের অন্যসব এলাকার চেয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। আল্লাহ যদি সফল ডাক্তার বানায় এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে। আপনারা শুধু দোয়া করবেন।
প্রসঙ্গত, রাসেল মাহমুদের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে।
২০১৪ সালের এসএসসি পরীক্ষায় রাসেল আলীরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। এরপর মেধাযুদ্ধে স্থান পেয়ে যায় গাজীপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সেখানে পড়ালেখার সব দায়িত্ব নেন শিক্ষকরাই। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় রাসেল আবারো গোল্ডেন জিপিএ ৫ পায়।-জাগো নিউজ
২৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর