মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০৬:৫০:৩১

ঢাবি 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

এ বছর 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ১১ হাজার ৩৩০ জন। এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৭৪৫টি।

পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd  ওয়েব সাইটে জানা যাবে।

এছাড়া, DU<>KA<> roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোন অপারেটরের মোবাইল ফোন থেকে এসএসএস send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন।
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে