বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ১২:১৯:১৭

কামরুলকে ফেরত আনতে সৌদি যাচ্ছে পুলিশ

কামরুলকে ফেরত আনতে সৌদি যাচ্ছে পুলিশ

ঢাকা : সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে ১২ অক্টোবর সোমবার সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। এবিষয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আসামি কামরুলকে আনার জন্য বিদেশে যাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ রহমত উল্লাহ্‌ এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) এ এফ এফ নেজাম উদ্দিন। এজন্য ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে সৌদি পুলিশের সহযোগিতা চেয়ে রেড নোটিশ ইস্যুর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। পাশাপাশি সৌদি আরব কর্তৃপক্ষ কামরুলকে ফেরত দিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে পুলিশ হেড কোয়ার্টার্সের অনুরোধে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

পরে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘শিশু রাজন হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা তৎপর। নানা নিয়মনীতি মেনে এ আসামিকে নিয়ে আসতে পারা আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টারই অংশ।’

উল্লেখ্য, গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। সেই ঘটনার তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার দুদিন পর আসামি কামরুল সৌদি আরবে পালিয়ে যায়। জেদ্দায় প্রবাসী বাংলাদেশিরা তাকে চিনতে পেরে আটক করে।

আইজিপির নির্দেশে এআইজি (এনসিবি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া আসামি কামরুলকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি ইন্টারপোলের মাধ্যমে রিয়াদ এনসিবির সহযোগিতা চেয়ে রেড নোটিশ ইস্যুর জন্য অনুরোধ জানান।

পুলিশ হেড কোয়ার্টার্সের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দি বিনিময়ের জন্য অনুরোধ করেন সৌদি কর্তৃপক্ষকে।

এআইজি (এনসিবি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া সার্বিক যোগাযোগ অব্যাহত রাখেন। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব কর্তৃপক্ষ আসামি কামরুলকে ফেরত দিতে সম্মত হয়েছে।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে