শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:২২

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ৫ দিন ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ৫ দিন ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে ড্রেজিংয়ের কাজ চলায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে শুক্রবার থেকে পাঁচ দিন সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে।

ফেরি চলাচলের কারণে ড্রেজার কাজে বিঘ্ন ঘটায় ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর এই ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) মাওয়ার ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায়না সিনোহাইড্রো কোম্পানির বড় ড্রেজার দিয়ে পলি অপসারণ কাজ চলছে।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে