ঢাকা : এবার রাজধানীর শাঁখারীবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৫৭টি কচ্ছপসহ ৩ জনকে আটক করেছে বন বিভাগের অপরাধ দমন ইউনিট ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
পরে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত ।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন প্রণীর চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র দাস ও কার্তিক চন্দ্র দাস। প্রণীর চন্দ্র দাস ও প্রদীপ চন্দ্র দাসকে নয় মাস এবং কার্তিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বন পরিদর্শক অসীম মল্লিক জানান, আটকরা নরসিংদী, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে এসব কচ্ছপ সংগ্রহ করে শাঁখারীবাজারে তার মাংস বিক্রি করে। তারা প্রতি কেজি মাংসের জন্য এক হাজার টাকা দাম নিয়ে থাকে।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ