শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০২:৫৯

ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত লাগাতার ধর্মঘট

ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত লাগাতার ধর্মঘট

ঢাকা : অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে টিউশন ফি থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে এবার মহাসড়ক অবরোধ না করে আগামী রোববার থেকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালযে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা দেন।

তাদের দাবি শুধু শিক্ষার্থীই নয়, শিক্ষা থেকেও ভ্যাট প্রত্যাহার করতে হবে। এই দাবি আদায়ের লক্ষে তারা আগামী রোববার থেকে সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লাগাতার ধর্মঘট পালন করবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।
এদিকে বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে শনিবার সারাদেশে মানব বন্ধন এবং রবিবার অবস্থান কর্মসূচি ঘোষণা করে।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে