নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির মামলার রায় আজ ঘোষণা করা হবে।
বুধবার বেলা ১১টায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার এ রায় ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কবির হোসেন।
এর আগে, গত মাসের ১৯ তারিখ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২ নভেম্বর দিন ধার্য করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম