শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২১:৩৬

তিনদিন ছাত্র ধর্মঘট ডেকেছে আন্দোলনরত শিক্ষার্থীরা

তিনদিন ছাত্র ধর্মঘট ডেকেছে আন্দোলনরত শিক্ষার্থীরা

ঢাকা : আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে তিনদিন ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

‘নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ছাত্র ধর্মঘটের এ ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী।

১২ থেকে ১৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত এ ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে সংগঠনের সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী বলেন, অবিলম্বে টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহার ও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবিতে আমাদের ধর্মঘট।   

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ৭.৫ শতাংশ ভ্যাট ধার্য্য করা হয়।  এ প্রতিবাদে বুধবার থেকে সূত্রপাত এবং বৃহস্পতিবার থেকে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করে।  কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো এখনো গড়ে ওঠেনি।

তবে ঢাকা ও ঢাকার বাইরের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে যোগ দিচ্ছে।

বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে এ ধর্মঘট চলবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।  পরে ধানমণ্ডি এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

বুধবার রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নেমে আসে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যানজটে অচল হয়ে পড়ে রাজধানী।  অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

পরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি’র ওপর ভ্যাট আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট পরিশোধ করবে।  বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়।
১১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে