শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৭:৪৪

‘কাচি নিয়ে জনগণের পকেট কাটতে হবে অর্থমন্ত্রীকে’

 ‘কাচি নিয়ে জনগণের পকেট কাটতে হবে অর্থমন্ত্রীকে’

ঢাকা : বাজেট ঘাটতি পূরণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ব্যঙ্গ করে একটি পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  পরামর্শটি হলো, কাচি নিয়ে রাস্তার নেমে অর্থমন্ত্রীকে জনগণের পকেট কাটতে হবে।

শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক  আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

গয়েশ্বর রায় বলেন, অর্থমন্ত্রীর পক্ষে চলতি বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব না।  ছাত্রছাত্রীরা সারা দিন-রাত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো।  শিক্ষার্থীদের ওপর সরকার ভ্যাট ধার্য করার পরই তারা রাজপথে নেমে এসেছে।  এ জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি বলেন, আওয়ামী লীগের চিন্তার সঙ্গে জনগণের চিন্তার কোনো মিল নেই।  আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার চিন্তার সঙ্গে জনগণের চিন্তার রাত-দিন ফারাক রয়েছে।

গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়া আজও কারামুক্ত নন।  কারণ বিএনপির সিনিয়র নেতারা যদি কারাগারে বন্দি থাকেন তাহলে কীভাবে মুক্ত হন তিনি। যেদিন বিএনপির সিনিয়র নেতারা মুক্তিলাভ করবে, সেদিনই তিনি কারামুক্তি লাভ করবেন।

বিএনপির এই নেতা বলেন, ১/১১-এর ষড়যন্ত্র এখনো অব্যাহত।  সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।  ষড়যন্ত্রকারীদের অনেকেই খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে পদ ও পদবী নিয়েছিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
 ১১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে