শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৮:৩০

সরকার শিক্ষার অগ্রগতি চায় না : এরশাদ

সরকার শিক্ষার অগ্রগতি চায় না : এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শিক্ষা খাতে ভ্যাট আরোপ করায় প্রমাণিত হয় যে, সরকার শিক্ষার অগ্রগতি চায় না।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আরোপিত ভ্যাটে বেসরকারি শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে।  কারণ ভ্যাট শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্রছাত্রীদের ওপরই বর্তাবে।

তিনি বলেন, সরকার যদি এতই অর্থ সঙ্কটে পড়ে থাকে, যারা বিদেশে অর্থপাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারি কোষাগারে জমা করা হোক।  কোনোভাবেই ছাত্রছাত্রীদের শিক্ষাব্যবস্থার ওপর ভ্যাট আরোপ করবেন না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ৭.৫% ভ্যাট আরোপের সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান এরশাদ।

তিনি বলেন, শিক্ষা কোনো পণ্য নয় যে এটার ওপর ভ্যাট আরোপ করতে হবে।  শিক্ষা আমাদের নাগরিক অধিকার।  ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যম এবং জাতির মেরুদণ্ড শিক্ষা।  শিক্ষাব্যবস্থার ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত জনস্বার্থ পরিপন্থী আর কোনো কাজ হতে পারে না।
১১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে