ঢাকা : এবার রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে গোপন বৈঠককালে ৪১ শিবির কর্মীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোটেল গিভেন্সির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ফার্মগেটের হোটেল গিভেন্সিতে অভিযান চালানো হয়। এসময় হোটেলের দ্বিতীয় তলা থেকে ৪১ শিবির কর্মীকে আটক করা হয়।
বিপ্লব কুমার সরকার জানান, ধারণা করা হচ্ছে, নাশকতার পরিকল্পনা করতে তারা হোটেলে জড়ো হচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে জানান তিনি।
এর আগে ৭ সেপ্টেম্বর সোমবার রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।
ওইদিন দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পল্লবী থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জামায়াত নেতাকার্মীকে আটক করে।
১১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম