বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ০২:২৪:৪৬

মির্জা আব্বাস-গয়েশ্বরসহ ১৮ জনকে অব্যাহতি

মির্জা আব্বাস-গয়েশ্বরসহ ১৮ জনকে অব্যাহতি

নিউজ ডেস্ক : বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৮ নেতার্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত রাজধানীর রমনা থানার এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাদের অব্যাহতি দেন।
 
তবে এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তাদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন, এম মাহবুব উদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু, আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।
 
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে পুলিশ কনেস্টবল সাইফুল ও ফেরদৌস দগ্ধ হন।
 
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কনেস্টবল ফেরদৌসকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।
 
২০১৬ সালের ৪মে সিআইডির পরিদর্শক আলী আক্কাছ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতির আবেদন করেন। তবে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে