বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ০৭:৫৭:৩৭

বিএনপিকে 'চ্যালেঞ্জিং এক প্রস্তাব' দিলেন শামীম ওসমান

বিএনপিকে 'চ্যালেঞ্জিং এক প্রস্তাব' দিলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে বিএনপিকে 'চ্যালেঞ্জিং এক প্রস্তাব' দিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে বুধাবার তিনি এই চ্যালেঞ্জিং এক প্রস্তাব দেন। আগামী ২৪ নভেম্বর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন।

বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে শামীম ওসমান বলেন, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল যদি নারায়ণগঞ্জের দুই কোর্ট এক সঙ্গে রাখতে পারবে ও উন্নয়ন করবে ঘোষণা দেয়, তাহলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলকে বসিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আর যদি না পারেন তাহলে আইনজীবীদের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আনিছুর রহমান দিপু-হাবিব আল মুজাহিদ পলু) প্যানেলকে এ বছর নির্বাচিত করতে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্রতি অনুরোধ জানান শামীম ওসমান
১৬ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে