বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ১১:৪২:০০

এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়-সূচী প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়-সূচী প্রকাশ

ঢাকা: আগামী বছরের দোসরা ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার সকালে এ পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করে আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

পরীক্ষার সময়সূচী অনুসারে, দোসরা ফেব্রুয়ারি শুরু হয়ে দোসরা মার্চ পর্যন্ত এসএসসি'র তত্ত্বীয় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ৫ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চৌঠা মার্চ।

গত কয়েক বছর ধরে পহেলা ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে পহেলা ফেব্রুয়ারি সরস্বতী পূজার ছুটি থাকায় এবারের পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি।
১৬ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে