বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬, ১১:১২:২৮

রাজধানীতে ৫ জেএমবি জঙ্গি গ্রেফতার

রাজধানীতে ৫ জেএমবি জঙ্গি গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে উত্তরা ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সানোয়ার-তামিম জঙ্গি গ্রুপের বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ‘আটক জেএমবি জঙ্গিরা প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী হিসেবে কাজ করে। বেলা ১২টায় কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
১৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে