নিউজ ডেস্ক : ওরা বদমাস জাতি, যেখানে আমরাই ওদের কাছে টাকা পাওনা। সেগুলো পরিশোধ না করে উল্টো আমাদের কাছে পাওনা বলে দাবি করছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশের কাছে পাকিস্তানের টাকা পাওনা দাবি করার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, ‘এই ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই, সাচ এ ননসেন্স, স্টুপিড। এটি টোটালি রাবিশ। আমার এই রাবিশ শব্দটি পকিস্তানীদের ক্ষেত্রেই সঠিকভাবে প্রযোজ্য।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যখনই আলোচনা হয়, তখনই আমাদের ক্ষতিপূরণ চাওয়া হয়।’
পাকিস্তানের কাছে কী পরিমাণ ক্ষতিপূরণ আমাদের পাওয়া উচিত। এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরাসরি এখন বলা যাচ্ছে না। পাকিস্তানকে আমরা আগেই বলেছি, সব দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। বাংলাদেশ এখন তাদের চেয়ে অনেক ভালো আছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করার কোনো যৌক্তিকতা নেই।’
১৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি