শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১১:৫১:০৪

নিষেধাজ্ঞা শেষ, নতুন ইলিশ বাজারে

 নিষেধাজ্ঞা শেষ, নতুন ইলিশ বাজারে

নিউজ ডেস্ক : ইলিশ ধরার ওপর ১৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে জেলেরা আবার মাছ ধরা শুরু করেছেন।এতে আজ সকাল থেকেই বাজারে নতুন ইলিশ উঠেছে।

শনিবার সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদীতে পুরোদমে মাছ ধরছেন জেলেরা। নদীতে নেমেছে হাজার হাজার জেলে।

মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ অবস্থায় চাঁদপুরের প্রায় ৮০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ থাকে।

চাঁদপুর মৎস্য অধিদপ্তর জানায়, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারের অপরাধে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ২৫৯ জন জেলেকে সর্বোচ্চ ২ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জরিমানার পাশাপাশি ১৩ লাখ মিটার কারেন্ট জাল এবং প্রায় এক টন মা ইলিশ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, এ কার্যক্রম চলাকালে চাঁদপুরে মোট ১০৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া ১৫০টির মতো মামলা হয়েছে।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে