শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ১২:১১:২৮

ইসি পুনর্গঠনের প্রস্তাব নিয়ে খালেদার সংবাদ সম্মেলন বিকেলে, যেসব বিষয় আসতে পারে

ইসি পুনর্গঠনের প্রস্তাব নিয়ে খালেদার সংবাদ সম্মেলন বিকেলে, যেসব বিষয় আসতে পারে

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের প্রস্তাব নিয়ে শুক্রবার বিকাল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন দলের ‍বিশ্বস্ত শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে পরামর্শ করে ইতিমধ্যে রুপরেখা চূড়ান্ত করেছেন।

সে অনুযায়ী সাবেক মন্ত্রিপরিষদ সচিব অথবা প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিবদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করার বিধান রেখে ইসি পুনর্গঠনের প্রস্তাব থাকতে পারে।

এছাড়া নাগরিক সমাজ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি- এ চার স্তর থেকে একজন করে কমিশনার নিয়োগ দেয়ার প্রস্তাব করতে পারে দলটি।

আরও জানা গেছে, রূপরেখায় নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া তুলে ধরা হলেও পদগুলোর বিপরীতে কোনো নামের তালিকা দেয়া হবে না।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষক, বিএনপি সমর্থক এমনকি সাধারণ জনগণের মধ্যে ইসি নিয়ে বিএনপির প্রস্তবানার বিষয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
১৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে