শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ০১:১০:১৫

সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আবদুর জব্বার আর নেই

সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আবদুর জব্বার আর নেই

নিউজ ডেস্ক: কর্মময় জীবনে হাজারো আলেমের ওস্তাদ, দ্বীনের একনিষ্ঠ খাদেম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী আর নেই। ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সর্বজন শ্রেদ্ধেয় এ আলেম রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মাওলানা আব্দুল জাব্বার বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যা, হার্ট ও শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার সকালে তার স্বাস্থ্যের অবস্থা মারাত্মক অবনতি ঘটে। এরপর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মাওলানা আবদুল জাব্বার ১৯৩৭ সালের আগস্টে বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সহবত কাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ নাসিমুদ্দীন। পাঁচ ভাইয়ের মধ্যে মাওলানা আবদুল জাব্বার দ্বিতীয়। মাওলানা আবদুল জাব্বারের একজন বোনও আছেন।

তিন মেয়ের জনক আবদুল জাব্বার ঢাকার বড় কাটারা মাদরাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা জীবন শেষ করেন।
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে