শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১২:৩৫:০৮

এবার গণমাধ্যমকে প্রশ্ন ফাঁসের প্রমাণ দেবেন শিক্ষার্থীরা

 এবার গণমাধ্যমকে প্রশ্ন ফাঁসের প্রমাণ দেবেন শিক্ষার্থীরা

ঢাকা : অবশেষে গণমাধ্যমকে প্রশ্ন ফাঁসের প্রমাণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে তারা স্বাস্থ্য অধিদফতরে প্রশ্ন ফাঁসের প্রমাণ জমা দেয়ার দাবি করেছিলেন। শিক্ষার্থীদের কাছে থাকা প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন প্রমাণ আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তুলে ধরবেন। এ সময় গণমাধ্যমকে ওই প্রমাণাদি সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

খালিদ সাইফুল্লাহ বলেন, শাহবাগ থেকে আমাদের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কাছে থাকা প্রশ্ন ফাঁসের প্রমাণ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করবেন। সে সব প্রমাণাদি এ সময় গণমাধ্যমকর্মীদের কাছেও সরবরাহ করা হবে।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে