শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১২:৪৮:৫০

কয়েকটি ইউনিয়ন আসছে ডিসিসির আওতায়

কয়েকটি ইউনিয়ন আসছে ডিসিসির আওতায়

ঢাকা : অবকাঠামগত উন্নয়ন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় কয়েকটি ইউনিয়নকে ঢাকা সিটি কর্পোরেশন(ডিসিসি)ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।  প্রথম ধাপে ৭টি ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে।

সীমানা জরিপের কাজ শেষ হলেই জেলা প্রশাসকের অফিস থেকে নামগুলো পাঠানো হবে সিটি কর্পোরেশনে। সেই চিঠি যাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। পরে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ঘোষণা করা হবে ইউনিয়নগুলোর নাম।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হারুন মো. বেলাল বলেন, কয়েকটি ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসছে। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। ডিসি অফিস থেকে সীমানা জরিপ শেষে আমাদের কাছে নাম এলে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। তারপর ঘোষণা করা হবে ইউনিয়নগুলোর নাম।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বিএম এনামুল হক বলেন, বেশকিছু ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসছে।

যেসব ইউনিয়ন সিটি কর্পোরেশনভুক্ত হচ্ছে তার মধ্যে রয়েছে- পূর্ব ভাটারা, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখান। এছাড়া কেরানীগঞ্জ, সুলতানগঞ্জ, ডেমরা ইউনিয়নকেও সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাব পাওয়া গেছে। এর বাইরে মাতুয়াইল এবং শ্যামপুর ইউনিয়নও ঢাকা সিটি কপোরেশন দক্ষিণের অধীনে আনার সম্ভাবনা রয়েছে।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে