পাভেল হায়দার চৌধুরী : ওসমান পরিবারকে টেক্কা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক ছিনিয়ে নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভা করে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য আইভীকে বাদ দিয়ে তিনজনের নাম ঠিক করে। পরে তা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। যে তিনজনের নাম পাঠানো হয়েছিল তারা হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আইভীকেই বেছে নিয়েছেন নাসিক নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পছন্দের বাইরে গিয়ে আইভীকে মনোনয়ন কেন দেওয়া হলো, তা জানতে চাইলে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, জনপ্রিয়তা, বর্তমান মেয়র, নারী নেত্রী, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা ও বিএনপি নির্বাচনে থাকবে-এ পাঁচটি কারণকে বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সেলিনা হায়াৎ আইভীকেই বেছে নিয়েছে। নেতারা জানান, উল্লিখিত বিষয়গুলোই আইভীর মনোনয়নের একমাত্র কারণ।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের প্রতিক্রিয়া জানতে চাইলে মোবাইল ফোনে মেসেজে তিনি জানান, ‘আমি এখন কথা বলতে ইচ্ছুক নই।’ তবে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি।’
নীতি-নির্ধারণী সূত্রগুলো জানায়, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এ পাঁচটি বিষয়কে বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী হিসাবে আইভীর বিকল্প আর কাউকে পায়নি,তাই কেন্দ্র থেকে আইভীকে পছন্দ করা হয়েছে।
সূত্র জানায়, মনোনয়ন বোর্ডে থাকা সকল সদস্য আইভীর পক্ষে মত দেন। পরে শেখ হাসিনা নিজেও আইভীকে সফল মেয়র হিসাবে উল্লেখ করে তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকসুত্রে জানা যায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মেধা, দক্ষতা ও রাজনৈতিক সফলতার দিক থেকে আইভী এগিয়ে এবং আইভীকে মনোনয়ন দেওয়া হলে বিজয় নিশ্চিত বলে উল্লেখ করেন। এরপর একে একে সকল সদস্য আইভীর পক্ষে বক্তব্য রাখেন। প্রায় সবার বক্তব্যে একটি কথাই উঠে আসে যে, বিএনপি নাসিক নির্বাচনে অংশ নেবে। সেক্ষেত্রে জনপ্রিয় প্রার্থী ও নারায়ণগঞ্জবাসীর জনমতকে গুরুত্ব দিতে হবে। তারা আইভীর পক্ষেই রয়েছেন। ফলে নারায়ণগঞ্জবাসীর জনমতকে উপেক্ষা করে অন্য কোনও প্রার্থী দেওয়া হলে, ফল বিপর্যয় ঘটতে পারে। এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানান, ‘বিভিন্ন রিপোর্টও আইভীর পক্ষে। তাছাড়া, আইভী নারী হয়ে মেয়র হিসাবে যথেষ্ট ভালো চালিয়েছেন নারায়ণগঞ্জ।’
সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়ন দিতে যখন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড গণভবনে বৈঠক করছিল, তখন গণভবনে বৈঠকের পাশের একটি রুমে অপেক্ষা করছিলেন দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিনা হায়াৎ আইভী। বৈঠক শেষে তাকে ঢেকে পাঠানো হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যরা। শেখ হাসিনাকে যখন আইভী সালাম করছিলেন, তখন আইভীকে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।’
এ সময় শামীম ওসমানের বাসায় গিয়ে দেখা করার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনে প্রতিপক্ষের ঘরেও যাবে এবং মিলেমিশে নির্বাচন করবে।’
অপর একটি সূত্র জানায়, আইভীর পক্ষে নির্বাচন করতে হবে নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবার ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে। এমন বার্তা দেওয়া হয়েছে যেমন আইভীকে, তেমনি শামীম ওসমানকেও কেন্দ্র থেকে এই বার্তা পাঠানো হবে। শামীম ওসমানের জন্যে নাসিক নির্বাচন একটি অগ্নি পরিক্ষা ।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আইভীর জনপ্রিয়তা, নারায়ণগঞ্জবাসীর মতামত ও সর্বোপরি নারী মেয়র হিসাবে আইভী ভালো করেছে। এসব কিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ তাদের প্রার্থী হিসাবে আইভীকেই বেছে নিয়েছে।’
উল্লেখ্য, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য ডা. দীপু মনি বলেন, ‘দক্ষতা, যোগ্যতা ও রাজনৈতিক বিচক্ষণতা বিবেচনায় করে আইভীকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন। তিনিই আওয়ামী লীগের প্রার্থী।’
প্রসঙ্গত, ২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন আইভী। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছিলেন ৭৮ হাজার ৭০৫ ভোট। আর আইভি পেয়েছিলেন এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট। -বাংলা ট্রিবিউন।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম