শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১২:০৬:৩৩

আমার ভেতর বাংলা আছে বলেই ঢাকায় এসেছি: সাহিত্যে নোবেলজয়ী নাইপলের স্ত্রী

আমার ভেতর বাংলা আছে বলেই ঢাকায় এসেছি: সাহিত্যে নোবেলজয়ী নাইপলের স্ত্রী

নিউজ ডেস্ক : সাহিত্যে নোবেলজয়ী বিদ্যা সূর্যপ্রসাদ নাইপলের স্ত্রী লেডি নাদিরা বিদ্যা নাইপল এই প্রথম বাংলাদেশে আসেননি, তিনি ঢাকতেই পড়াশোনা করতেন যখন তার বয়স ছিল ১৩ বছর। ছোট্ট বয়সে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংগ্রামের পেছনেও ছুটেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ৬ষ্ঠ বারের মত আয়োজিত ঢাকা লিট ফেস্টের ২য় দিন ‘দ্য রাইটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’  শীর্ষক সেশনে নাইপলের সঙ্গী ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে নাইপল বেশি কথা বলতে না পারায় তার হয়ে লেডি নাইপল এভাবেই বলেন বাংলাদেশে আসার পেছনে কারণ।

তিনি আরও বলেন ‘বাংলাদেশের প্রতি ভালোবাসা ছিল বলেই এখানে এসেছি। কিছু বন্ধন কখনই ছিন্ন করতে হয়না। ভৌগোলিক কারণে অনেক কিছুর পরিবর্তন হয় কিন্তু ভালোবাসা সেই একই থেকে যায়। আমি বিদ্যাকে বলছি আমাদের ঢাকায় অবশ্যই যাওয়া উচিত। আমি প্রত্যেক শনিবার ঢাকা আর্ট কলেজে (বর্তমান চারুকলা) যেতাম। সেখানের সব ভাস্কর্য আমাকে মুগ্ধ করতো। সময়ের সাথে সব বদলে গেছে কিন্তু ভালবাসাটা আগের মতই আছে। আপনারা সত্যিই অসাধারণ, আমি বাংলাকে অত্যন্ত ভালোবাসি, তাই আমি বিদ্যাকে বলেছি আমাদের অবশ্যই বাংলাদেশ এবং তার মানুষকে দেখতে যাওয়া উচিত।’

নাইপলের কথা তিনি আরও বলেন, ‘বিদ্যা সারা জীবন শুধু কাজ, কাজ আর কাজই করেছেন। তিনি সবসময় একটা কথা বলতেন, মানুষের তিনটি জীবন প্রয়োজন। একটি কাজের জন্য, একটি অভিজ্ঞতার জন্য আর একটি নিজের মত করে বাঁচার জন্য। -বাংলা ট্রিবিউন।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে