নিউজ ডেস্ক: এবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ইউনূস সোশাল বিজনেসের (ওয়াইএসবি) সঙ্গে যুক্ত হলো ভারতীয় টাটা ট্রাস্ট। শুক্রবার এমনটি জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম অনলাইন দ্য হিন্দু।
অনলাইন দ্য হিন্দু প্রতিবেদনের বলা হয়, ইন্ডিয়ান করপোরেট অ্যাকশন টাংক (আইসিএটি) নামে একটি যৌথ কার্যক্রম হাতে নিয়েছে তারা। এর উদ্দেশ্য হলো বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে সামাজিক বাণিজ্য সৃষ্টিতে উৎসাহিত করা। এর আওতায় থাকবে স্বাস্থ্যসেবা, পুষ্টি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। আর্থিকভাবে টেকসই একটি পদ্ধতি তৈরিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ওয়াইএসবি ও টাটা ট্রাস্টের যৌর্থ এ কার্যক্রম চলবে এক বছর। এ সময়ে তারা সামাজিক আন্দোলনে বিভিন্নভাবে জড়িত হতে করপোরেট সহায়তা দেবে। এ পরিকল্পনা করতে সহায়তা করেছে বস্টন কনসালটিং গ্রুপ। আইসিএটি তার কার্যক্রম শুরু করবে ফেব্রুয়ারির শুরু থেকে।
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস